কালিয়াকৈরে গরু ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

কালিয়াকৈরে গরু ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরে গরু ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুরে কালিয়াকৈরের মৌচাক পূর্বাণী গার্মেন্টস সংলগ্ন এলাকায় এই ছিনতাই হয়। এ ঘটনায় গরু ব্যবসায়ী শাহিন আলম কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও গরু ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার সকালে টাঙ্গাইলের দেওহাটা থেকে গরু কিনতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পুটিনা যাচ্ছিলেন ব্যবসায়ীরা। তারা হলেন মো. শাহিন, হযরত আলী, ইদ্রিস আলী, আবু সাঈদ, শুকুর আলী ও ড্রাইভার জামাল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পূর্বাণী গার্মেন্টস এলাকায় পৌঁছালে ছয়জন ছিনতাইকারী তিনটি মোটরসাইকেলে পিছন থেকে এসে তাদের পিকআপ ভ্যানের সামনে দাঁড়িয়ে গতিরোধ করে। পরে ড্রাইভার জামালকে নামিয়ে মারধর করে। বাধা দিলে এ সময় ছিনতাইকারীরা গামছা দিয়ে শ্বাসরোধ করে ব্যবসায়ীদের মেরে ফেলার চেষ্টা করে। পরে ব্যবসায়ীদের মারধর করে দুই লাখ ৫৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি কাউকে না জানানোর হুমকি দিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীর দল।

ব্যবসায়ী শাহিন আলম জানান, কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা পিকআপের গতিরোধ করে। পরে গাড়ি থেকে নামিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই মোর্শেদ মোল্লা জানান, এ ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।