পিছিয়েছে বিমানের শেষ হজ ফ্লাইটটিও!

পিছিয়েছে বিমানের শেষ হজ ফ্লাইটটিও!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

হজ যাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের শেষ ফ্লাইটটিও পিছিয়েছে। সকাল সাড়ে ৭টা নাগাদ বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা।

শুরু থেকেই নির্ধারিত সময়ে হজে যেতে না পারা, টিকেট ও ভিসা সংক্রান্ত জটিলতা, বাড়তি ফি আদায়সহ নানা বিড়ম্বনার শিকার হয়েছেন এ বছর হজ করতে যাওয়া হাজীরা। তবে ধীরে ধীরে সেই সংকট কিছুটা হলেও লাঘব হয়েছে।

চলতি বছর সরকারি ও বেসরকারিভাবে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হাজীর হজ পালনের কথা থাকলেও এ পর্যন্ত হজের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৬২৬ জন হাজী।

আজ বাংলাদেশ বিমানের একটিসহ মোট ৫টি নির্ধারিত ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে এজেন্সির গাফিলতির কারণে বেশ কয়েকজন যাত্রীর হজ যাত্রা এখনও অনিশ্চিত।