ঐক্যের আমেরিকা গড়ার অঙ্গীকার ট্রাম্পের

ঐক্যের আমেরিকা গড়ার অঙ্গীকার ট্রাম্পের

শেয়ার করুন

tdy_melber_trump_jobs_170118এটিএন টাইমস ডেস্ক: 

ঐক্যের আমেরিকা গড়ার অঙ্গীকার নিয়ে আজ শপথ নিতে চলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে লিংকন মেমোরিয়ালে এক কনসার্টে, উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে এই অঙ্গীকার করেন তিনি।

শপথ গ্রহণের প্রাক্কালে দেয়া ওই ভাষণে পরিবর্তনের প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। শপথ গ্রহণের আগে মার্কিন ঐতিহ্য মেনেই ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে এই ওয়েলকাম সেলিব্রেশন। এবারের প্রতিপাদ্য ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন!।

বৃহস্পতিবার বিকেল থেকেই কানায় কানায় ভরে ওঠে উৎসব মঞ্চ। যোগ দেন স্ত্রী মেলানিয়াসহ ট্রাম্পপরিবারের অন্যান্য সদস্য, অভিনেতা জন ভয়েট, সউল ম্যান ও গায়ক স্যাম মুর।  সংক্ষিপ্ত ভাষণে দেশে ঐক্য গড়াতে একসঙ্গে কাজ করার অঙ্গিকার ট্রাম্পের।

ট্রাম্প বলেন, ‘অনেক দশক ধরে দেশের জন্য যা করা হয়নি, তারা তা করতে যাচ্ছেন। পরিবর্তন আসছে। পরিবর্তনের জন্য কাজ করবেন তিনি। আতশজবাজীর আলোকচ্ছটায় উজ্জ্বল হয়ে ওঠে ওয়েলকাম সেলিব্রেশন। ওয়াশিংটনের রাতের আকাশ।