উল্টোপথে চলাচলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উল্টোপথে চলাচলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

উল্টোপথে সরকারি কর্মকর্তাসহ ভিআইপিদের চলাচলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। তবে পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ সেবা খাতের যানবাহন জরুরি প্রয়োজনে অনেক সময় উল্টোপথে চলতে পারে। অন্য এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা যেন জঙ্গি বা সহিংস কাজে না জড়াতে পারে, সে ব্যাপারে আইন-শৃংখলা বাহিনী সতর্ক আছে।

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের হেলিকপ্টার, ড্রোন বা সেনা মোতায়েন ধৈর্য্য নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। আগামী অক্টোবরে তাঁর পূর্বনির্ধারিত মিয়ানমার সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী।