রাশিয়ার হামলায় মারিওপোলের ৯০ শতাংশ ধ্বংস

রাশিয়ার হামলায় মারিওপোলের ৯০ শতাংশ ধ্বংস

শেয়ার করুন

Mariapol

আন্তর্জাতিক ডেস্ক।।

রাশিয়ার হামলায় ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল ৯০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে বলে দাবি নগর কর্তৃপক্ষের।

টুইটারে ইউক্রেনের আইনপ্রণেতা (এমপি) লেসিয়া ভাসিলেঙ্কো মারিউপোল ধ্বংস হয়েছে বলে দাবি করেন। মারিউপোলে রুশ বাহিনীর নির্বিচার বিমান হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আকাশ থেকে এই শহর ধ্বংস করে দেওয়া হচ্ছে।’প্রেসিডেন্ট জেলেনস্কির মতো তিনিও ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার দাবি জানিয়েছেন।

এক দিন আগে গত বুধবার দিবাগত রাতে মারিউপোলের একটি থিয়েটার হলে আশ্রয় নেওয়া এক হাজারের বেশি মানুষের ওপর বোমা হামলা করে রুশ বাহিনী।

এ ছাড়া ওই দিন মারিউপোল ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া মানুষের একটি গাড়িবহরে রুশ বাহিনী হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন।

রুশ বাহিনীর ক্রমাগত হামলা থেকে বাঁচতে ওই থিয়েটার হলে সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। সেখানে আশ্রয় নেওয়া মানুষের বেশির ভাগই নারী ও শিশু।

গতকাল পর্যন্ত থিয়েটার হলের ওই ধ্বংসস্তূপ থেকে প্রায় দেড় শ মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা জানা যায়নি।

প্রচণ্ড গোলাবর্ষণের মধ্যে সেখানে উদ্ধার অভিযান চলছে। রুশ বাহিনী এর আগে শহরটির একটি মাতৃসদন, একটি গির্জা ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে।

নগর কর্তৃপক্ষ বলছে, মারিউপোলে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।