‘শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছেন’

‘শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছেন’

শেয়ার করুন

Teacher meeting pic-1সাভার প্রতিনিধি :

শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শনিবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনববরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান আরও বলেন বাংলাদেশ পিছিয়ে পড়ার জাতি না উন্নয়নের জাতি তাই বর্তমান সরকার শিক্ষা খাতকে আর উন্নতি করার জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে এখন পড়া শুনা উন্নতি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন শিক্ষার্থীরা জেগে উঠলে দেশ জাগবে এবং তখন দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন,ট্রাস্টি বোর্ডের সদস্য আজিজুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।