শনিবার গাইবান্ধা-বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার গাইবান্ধা-বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পরিস্থিতি দেখতে এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে আগামীকাল শনিবার উত্তরাঞ্চলের দু’টি জেলায় যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি সকালে গাইবান্ধা ও পরে বগুড়া সফরে যাবেন। প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যাবেন।

এ সময় তিনি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চারা বিতরণ করবেন। পরে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এ নিয়ে গাইবান্ধায় চলছে ব্যাপক প্রস্তুতি। সংস্কার করা হচ্ছে ভাঙ্গা রাস্তাঘাট। পরে ওইদিন বিকেলে প্রধানমন্ত্রী বগুড়ার সারিয়াকান্দি হাই স্কুল মাঠেও বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ বিতরণ করবেন।