এটিএন টাইমস ডেস্ক:
হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার সোহেল মাহফুজসহ ৪ জনকে চাঁপাই নবাবগঞ্জে আটক করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে পুলিশ এবং কাউন্টার টেরোরিজমের একটি দল শিবগঞ্জ উপজেলার পুশকুনি এলাকার একটি আম বাগানে অভিযান চালায়।
সেখান থেকে ওই চারজনকে আটক করা হয়। সোহেল মাহফুজ ছাড়া অন্য তিনজন হলো জেএমবির আইটি বিশেষজ্ঞ হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও রাজশাহী জেলার সমন্বয়কারী জামাল এবং জুয়েল।
পুলিশ জানায়, গত বছর ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় রক্তক্ষয়ী হামলার মূল পরিকল্পনাকারীদের একজন এই সোহেল। তাঁকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।