২২ আরোহী নিয়ে নেপালের উড়োজাহাজ নিখোঁজ

২২ আরোহী নিয়ে নেপালের উড়োজাহাজ নিখোঁজ

শেয়ার করুন

Nepal air

আন্তর্জাতিক ডেস্ক।।

নেপালে ২২ আরোহী নিয়ে বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। এয়ারলাইনসটির কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এ কথা জানিয়েছে।

আজ রোববার কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পর্যটন শহর পোখারা থেকে উড়োজাহাজটি জমসন শহরে যাচ্ছিল।

জমসন বিমানবন্দরে পৌঁছানোর ১৫ মিনিট আগে স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, ‘মুসতাং জেলার জমসন এলাকার আকাশে উড়োজাহাজটি দেখা গিয়েছিল। এরপর সেটি ধৌলাগিরির দিকে যেতে শুরু করে। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজে মোট ২২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৩ জন নেপালের, ৪ জন ভারতীয় ও ২ জন জার্মানির নাগরিক ও ৩ জন ক্রু সদস্য।

জমসন বিমানবন্দরের একজন ট্র্যাফিক কন্ট্রোলার বলেছেন, তাঁরা ওই সময় জমসনের ঘাসা এলাকা থেকে বিকট শব্দ শুনেছেন।