হৃদয় মণ্ডলের পাশে দাঁড়াতে আদালতে গেলেন পঞ্চগড় ও নাটোরের দুই শিক্ষক

হৃদয় মণ্ডলের পাশে দাঁড়াতে আদালতে গেলেন পঞ্চগড় ও নাটোরের দুই শিক্ষক

শেয়ার করুন

teacher

মুন্সিগঞ্জ প্রতিনিধি।।

বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের পাশে দাঁড়াতে ও আজ মামলার জামিন শুনানি দেখতে প্রায় ৪৫০ কিলোমিটার দূর থেকে মুন্সিগঞ্জের আদালতে এসেছিলেন উত্তরের জেলা পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক এবং ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম।

তিনি বলেন, ‘শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল দুবার জামিন চেয়েছিলেন কিন্তু তাঁকে দেওয়া হয়নি। আজ তৃতীয় দফায় জামিন আবেদন করা হয়। আজ পঞ্চগড় থেকে এসেছি খুব আশা নিয়ে। আমাদের আশা পূরণ হয়েছে।’

একই সাথে নাটোর থেকে এসেছেন শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী। তিনি বলেন, ‘অনেক দূর থেকে জামিন শুনানি দেখতে এসেছিলাম। জামিন হওয়ায় কষ্টটা সার্থক হয়েছে।’

তিনি আরও বলেন, ওই শিক্ষককে মামলায় জড়ানো ও কারাগারে পাঠানোর পেছনে যাঁরা রয়েছেন, তাঁদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত।

শিক্ষক আশরাফুল আলম বলেন, ‘আমি মনে করি, শুধু জামিনে মুক্তি নয়, ওনাকে সম্মানের সঙ্গে মামলা থেকে অব্যাহতি দেওয়া ও কর্মস্থলে ফিরিয়ে আনা দরকার।

গণমাধ্যমের সাহায্যে সরকার যেহেতু জেনেছে এটি একটি মিথ্যা ও পরিকল্পিত ঘটনা, তাই শিক্ষককে মামলা থেকে অব্যাহতি দিয়ে তাঁর পরিবারের নিরাপত্তার বিষয়টিও দেখা উচিত সরকারের।’