হংকংয়ে অনলাইন পত্রিকার ৬ সাংবাদিক গ্রেপ্তার

হংকংয়ে অনলাইন পত্রিকার ৬ সাংবাদিক গ্রেপ্তার

শেয়ার করুন

Hongkong Arrest

আন্তর্জাতিক ডেস্ক।।

হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলির পাঁচ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে প্রধান সম্পাদক রায়ান ল আছেন।

রাষ্ট্রদ্রোহী প্রকাশনা প্রকাশের ষড়যন্ত্রের’ অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন জানিয়েছে, ওই প্রকাশনা অফিসে অভিযান চালাতে দুই শতাধিক পুলিশ পাঠানো হয় ।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, তাদেরকে ‘প্রাসঙ্গিক সাংবাদিকতা সামগ্রী অনুসন্ধান এবং জব্দের’ অনুমোদন দেওয়া হয়েছে।

স্ট্যান্ড নিউজের ফেসবুক পেজে পোস্ট করা ফুটেজে দেখা যায়, বুধবার সকালে সংবাদমাধ্যমটির ডেপুটি অ্যাসাইনমেন্ট ডিরেক্টর রনসন চেনের দরজায় বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন। তাতে মনে হয়েছে কথিত ওই অপরাধের জন্য তাদের কাছে আদালতের নির্দেশনা ছিল।

অ্যাপল ডেইলি চীনের নীতির কড়া সমালোচক। বৃহস্পতিবার সকালে তাদের অফিসে পুলিশ পৌঁছে যায়। অফিসে ঢোকা-বেরনোর সব পথ বন্ধ করে দেওয়া হয়। সাংবাদিকদের ছবি তুলতে বা ভিডিও করতে নিষেধ করে দেয়া হয়।

অ্যাপল ডেইলি জানিয়েছে, তাদের প্রধান সম্পাদক রায়ান ল,  সিইও চেউং কিমহাং, সিওও চাউ তাত-কুয়েন, ডেপুটি চিফ এডিটর চান পুইমান ও চিফ এক্সিকিউটিভ এডিটর চি-ওয়াইকে গ্রেপ্তার করা হয়েছে।

হংকং সরকার জানিয়েছে, জাতীয় সুরক্ষা বিভাগ তাদের গ্রেপ্তার করেছে। তারা বিদেশি রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করছেন বলে অভিযোগ।

সরকার জানিয়েছে, চারজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ৪৭ থেকে ৬৩-র মধ্যে। এর বাইরে সরকার আর কোনো তথ্য দেয়নি।