সিরিয়ায় অব্যাহত সংঘর্ষে ১৮০ জনের বেশি নিহত

সিরিয়ায় অব্যাহত সংঘর্ষে ১৮০ জনের বেশি নিহত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যুদ্ধ বিধস্ত সিরিয়ায় গত কয়েক দিনে সরকারী ও বিদ্রোহী বাহিনীর অব্যাহত লড়াইয়ে ১৮০ জনের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। গত শুক্রবার থেকে বিদ্রোহীদের দখল থেকে সিরিয়ার মানবিজ ও আলেপ্পোয় পুনরুদ্ধারে অভিযান শুরু করে সরকারি বাহিনী। এতে বিদ্রোহীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ২২ শিশু ও ২৩ জন নারী নিহত হয়েছেন।

তবে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি বলেছে, গত পনের দিনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৩২৭। মানবিজ শহর থেকে আইএসকে হটিয়ে দেয়া সম্ভব হলেও, সরকার বিরোধী বিদ্রোহী বাহিনীর দখলে রয়েছে সিরিয়ার অনেক এলাকা। যুদ্ধবিরতি চালু থাকলেও তা মানছে না বিদ্রোহীরা। আসাদ সরকারের ক্ষমতা ছাড়াই তাদের দাবি।

যদিও রুশ বাহিনীর সহায়তা নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে আসাদ বাহিনী। যেকোনো মূল্যে সন্ত্রাসী ও বিদ্রোহীদের নির্মূল করাই লক্ষ্য বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।