সারাদেশে বাউবির এসএসসি পরীক্ষা শুরু ২৬ নভেম্বর

সারাদেশে বাউবির এসএসসি পরীক্ষা শুরু ২৬ নভেম্বর

শেয়ার করুন

Baubi

নিজস্ব প্রতিবেদক।।

আগামী শুক্রবার ২৬ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন এই বছরের এসএসসি পরীক্ষা । বাউবির ওয়েবসাইটে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা ২৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে আগামী ১০ ডিসেম্বর। এই পরীক্ষা আগের মতো যথা নিয়মে শুক্র ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা ২০২১–এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ।

পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি নির্দেশনাও দিয়েছে বাউবি। এর মধ্যে রয়েছে-

কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে উপস্থিত হতে হবে।

পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এছাড়া হলে প্রবেশের জন্য প্রত্যেকের পরিচয় বা প্রবেশপত্র অবশ্যই সঙ্গে নিতে হবে।