শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, একজন নিহত

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, একজন নিহত

শেয়ার করুন

Srilanka Protest

আন্তর্জাতিক ডেস্ক।।

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪ জন। এই হতাহতের পর পুরো দেশজুড়ে আবারও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার দেশটির রামবুক্কানা শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের ওই গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এদিন শ্রীলঙ্কার প্রধান জ্বালানি খুচরা বিক্রেতা জ্বালানির মূল্য প্রায় ৬৫ শতাংশ বাড়ালে দেশটির বিভিন্ন জায়গায় নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ছাড়া একইদিন গমের আটার মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে। এদিন রামবুক্কানা শহরে জড়ো হওয়া জনতা জ্বালানির দাবিতে টানা ১৫ ঘণ্টা বিক্ষোভ করে।

হাজার হাজার উত্তেজিত মোটরসাইকেল চালক এবং বাসচালক ক্যান্ডি শহরের সঙ্গে রাজধানী কলম্বোর সংযোগ স্থাপনকারী হাইওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করেন।

লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। এসময় এক বিক্ষোভকারী হতাহতের ঘটনার জন্য পুলিশকে দায়ী করছিলেন।

গুলির ঘটনার পর বিক্ষোভকারীরা রামবুক্কানা থানা ঘিরে রেখেছেন এবং থানা ভবনের দিকে অবিরত পাথর ছোড়া হচ্ছে। বিকেলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছিল পুলিশ।

লঙ্কান সরকারের সিদ্ধান্ত অনুসারে দেশটির প্রধান খুচরা তেল বিক্রেতা সিলন পেট্রোলিয়াম করপোরেশন মঙ্গলবার ৬৪ দশমিক ২ শতাংশ পর্যন্ত তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে রেশনিং ব্যবস্থাও বাতিল করেছে তারা।

এ অবস্থায় লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে যোগ দেন দেশটির গাড়িচালকরা। মঙ্গলবার শ্রীলঙ্কার প্রধান শিশু হাসপাতালের চিকিৎসকরাও ওষুধ-চিকিৎসা সরঞ্জাম ঘাটতির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন।