রুশ রকেট হামলায় ইউক্রেনের সেনা ব্যারাক ধ্বংস, ৫০ জনের লাশ উদ্ধার

রুশ রকেট হামলায় ইউক্রেনের সেনা ব্যারাক ধ্বংস, ৫০ জনের লাশ উদ্ধার

শেয়ার করুন

Ukraine

আন্তর্জাতিক ডেস্ক।।

ইউক্রেনে আবার কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন সেনাবাহিনীর জ্বালানি মজুতের একটি স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ইউক্রেনীয় বাহিনীর জন্য রাখা জ্বালানি তেলের একটি মজুত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনঝালের হামলায় ধ্বংস হয়ে গেছে।’

এ নিয়ে পরপর দুই দিন শব্দের চেয়ে ১০ গুণ গতির এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল রুশ বাহিনী।

আল-জাজিরার খবরে বলা হয়, কৃষ্ণসাগর ও কাস্পিয়ান সাগরে থাকা যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা আর ক্রিমিয়ার আকাশসীমা থেকে ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া।

রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ বলেন, ইউক্রেনের সামরিক স্থাপনায় শনিবার রাত এবং রোববার সকালে হামলা চালিয়েছে রাশিয়া। তিনি বলেন, নিঝিন প্ল্যান্ট লক্ষ্য করে কৃষ্ণসাগরের জলসীমা থেকে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।

কোনাশেঙ্কভ বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যবহার করা জ্বালানি মজুতের একটি স্থাপনা ধ্বংস করতে কাস্পিয়ান সাগর থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র আর ক্রিমিয়ার আকাশসীমা থেকে হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।