রাশিয়া ও ইউক্রেনের প্রথমবার বন্দী বিনিময়

রাশিয়া ও ইউক্রেনের প্রথমবার বন্দী বিনিময়

শেয়ার করুন

Ukraine prisoner

আন্তর্জাতিক ডেস্ক।।

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বন্দী বিনিময় শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। প্রথম দফায় ইউক্রেন থেকে রাশিয়ার ৯ সেনাসদস্যকে মুক্তি দেয়ার কথা জানিয়েছেন রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা।

মঙ্গলবার রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়রকে ধরে নিয়ে যাওয়ার পর সম্প্রতি তাঁকে ছেড়ে দিয়েছে রুশ বাহিনী। এক সাক্ষাৎকারে রাশিয়ার মানবাধিকার কমিশনার তাটিয়ানা মোশকালকোভা বলেছেন, রুশ বাহিনীর হাতে বন্দী মেলিতপোলের মেয়রের বিনিময় রাশিয়ার ৯ সেনাকে মুক্তি দেওয়ার কথা নিশ্চিত করছেন তিনি।

তাটিয়ানা মোশকালকোভা আরও বলেন, ‘প্রথমবারের মতো (ইউক্রেনের সঙ্গে) বন্দী বিনিময় হয়েছে। আমাদের ৯ সেনাকে দেশে ফিরিয়ে এনেছি আমরা।’