মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি, আটক ৬

মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি, আটক ৬

শেয়ার করুন

Metro Rail

নিজস্ব প্রতিবেদক।।

মেট্রো রেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে রাজধানীর তুরাগ এলাকা থেকে চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ৮ হাজার ৭৭০ কেজি বিভিন্ন ধরনের লোহাসহ একটি ট্রাকও জব্দ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

আটকরা হলেন- কুষ্টিয়ার হাবিবুর রহমান (৩০), যশোরের মারুফুল ইসলাম (৩৭), কুমিল্লার বোরহান উদ্দিন (৪৫), কিশোরগঞ্জের সুরুজ (৫০), ঢাকার রুবেল (৩৩) ও নেত্রকোনার জহিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২)।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তুরাগ নতুন বাজার খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পরস্পরের যোগসাজসে তারা দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রো রেল প্রকল্প ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ণ প্রকল্পের অব্যবহৃত লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরির সঙ্গে জড়িত।