ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১৫

ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১৫

শেয়ার করুন

Lanch

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুয়াশায় মধ্যে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি ধর্মগঞ্জঘাট থেকে ওপারে যাচ্ছিল।

এ সময় বরিশাল থেকে ঢাকার দিকে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চ মাঝ নদীতে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক ট্রলারটি ডুবে যায়। এ সময় কিছু যাত্রী সাঁতার কেটে তীরে ওঠে। তবে অনেকেই নিখোঁজ রয়েছেন।

ডুবে যাওয়া ট্রলারের চালকসহ আট যাত্রীকে উদ্ধার করা হলেও এখনও এক যাত্রী নিখোঁজ রয়েছেন। শুক্রবার ভোরে বক্তাবলী খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যাত্রী হলেন- ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার মৃত বাছির মিয়ার ছেলে দুদু মিয়া (৫৫)। তিনি কসাইয়ের কাজ করেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বলেন, ঘন কুয়াশায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ১৫ যাত্রী এখনো নিখোঁজ। উদ্ধারকাজ চলছে।