পাকিস্তানে হাসপাতালে বোমা হামলায় নিহত অন্তত ৪০

পাকিস্তানে হাসপাতালে বোমা হামলায় নিহত অন্তত ৪০

শেয়ার করুন

pakistan-map_650x400_71445529085

এটিএন টাইমস ডেস্ক:

পাকিস্তানের কোয়েটার একটি হাসপাতালে বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

হামলার পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এই তথ্য নিশ্চিত করেছেন।

এই হামলার একদিন আগে, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বেলুচিস্তানের বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি নিহত হন। তার মরদেহ নেয়ার জন্য আইনজীবীদের একটি দল হাসপাতালে যাওয়ার পর নতুন করে বোমা হামলা হয়। বিস্ফোরণের পর অনেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এ সময় গোলাগুলির শব্দও শোনা গেছে। ঘটনার পর শতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। আফগানিস্তান ও ইরান সীমান্তের কাছাকাছি এই বেলুচ প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের জোরালো অবস্থান রয়েছে। ধারণা করা হচ্ছে, আইনজীবীদের উদ্দেশ্য করে তারা হামলা চালিয়ে থাকতে পারে।