নায়িকা পরীমনির মামলায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

নায়িকা পরীমনির মামলায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

শেয়ার করুন

pori-new-cover-s-20210318162849

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় চিত্রনায়িকা পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী রানা আচার্য।

পরীমনির আইনজীবী জানান, এই মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী জামিনে আছেন। পলাতক রয়েছেন আসামি শাহ শহিদুল আলম। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় আগামী ১৯ এপ্রিল অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ঠিক করেন আদালত।

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির মামলায় গত বছরের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তাঁর সহযোগী শাহ শহিদুল আলম ও তুহিন সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

পরীমনি মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৮ জুন রাতে তাঁকে কৌশলে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ডেকে নিয়ে যান তাঁর পূর্বপরিচিত তুহিন। সেখানে জোর করে তাঁকে মদ পান করানোর চেষ্টা করেন নাসির। একপর্যায়ে তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানো হয়।