দুই উৎসবে ৩ নাটকে ২৮ পুরস্কার বাংলাদেশি পরিচালকের

দুই উৎসবে ৩ নাটকে ২৮ পুরস্কার বাংলাদেশি পরিচালকের

শেয়ার করুন

Banna

বিনোদন ডেস্ক।।

ভারতের মহারাষ্ট্রের দুই উৎসব থেকে ২৮টি পুরস্কার পেয়েছে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ৩টি নাটক।

গত ডিসেম্বরে ‘নেক্সজেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং ‘প্যারাডক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জমা দেওয়া হয় ‘আশ্রয়’, ‘মায়ের ডাক’ ও ‘সুইপার ম্যান’ নাটকগুলো।

গত বৃহস্পতিবার সকালে পুরস্কারের স্মারক হাতে পান এই নির্মাতা।

‘নেক্সজেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ পাঁচটি শাখায় সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা শিশুশিল্পী, সেরা চিত্রনাট্য ও সেরা সিনেমাটোগ্রাফিতে মোট সাতটি পুরস্কার জিতে নেয় ‘আশ্রয়’।

সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা সম্পাদক, সেরা গল্প ও সেরা চিত্রনাট্যকার হিসেবে সাতটি পুরস্কার পায় ‘মায়ের ডাক’।

অন্যদিকে ‘সুইপার ম্যান’ জিতে নেয় সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সম্পাদক, সেরা গল্প ও সেরা সিনেমাটোগ্রাফির জন্য পায় পাঁচটি পুরস্কার।

‘প্যারাডক্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী ও সেরা শিশুশিল্পী হিসেবে তিনটি পুরস্কার জিতে নেয় ‘আশ্রয়’। ‘মায়ের ডাক’ তিন শাখায় লাভ করে চারটি পুরস্কার।

আর সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক হিসেবে ‘সুইপার ম্যান’ জিতে নেয় দুটি পুরস্কার।