ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

শেয়ার করুন

 

Launch

ঝালকাঠি প্রতিনিধি।।

 

ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত অবস্থায় দোতলা লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। গতরাত তিনটার দিকে আগুন লাগার পর দফায় দফায় লাশ উদ্ধার হয়। এরপর শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারজিয়া আক্তার নামে এক শিশু।

এ নিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪১ বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে আগুন লাগে।

এ ঘটনায় দগ্ধ অবস্থায় অন্তত ৪৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামাল হোসেন ভূঁইয়া জানান, লঞ্চটিতে প্রায় হাজারখানেক যাত্রী ছিলেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে পার্শ্ববর্তী দিয়াকুল এলাকায় ভেড়ানো হলে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অক্ষত যাত্রীরা জানান, ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে লঞ্চটি নদীর তীরের দিয়াকুল গ্রাম এলাকায় ভেড়ানো হয়।

ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। কামাল হোসেন ভূঁইয়া বলেন, লঞ্চটির ইঞ্জিনকক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে লঞ্চে আগুন লাগার ঘটনায় জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক ,বন্দর ও পরিবহন বিভাগ -কে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ।