ক্যামেরুনে নাইটক্লাবে আগুন, নিহত কমপক্ষে ১৬

ক্যামেরুনে নাইটক্লাবে আগুন, নিহত কমপক্ষে ১৬

শেয়ার করুন

Camerun

আন্তর্জাতিক ডেস্ক।।

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের একটি নাইটক্লাবে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয় আরো কমপক্ষে আটজন।

স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের খবরে জানা যায়, রাজধানীর বাস্তোস জেলার লিভস নাইট ক্লাবের একটি বড় কক্ষে আগুন লাগে। ওই এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনীতিকদের আবাসিক এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এমন জায়গায় ছড়িয়ে পড়ে যেখানে রান্নার গ্যাস মজুত করা হচ্ছিল।

সরকারের এক মুখপাত্র রেনে ইমানুয়েল সাদি বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানায়, এসব জায়গায় প্রায়ই আতশবাজি থেকে বিস্ফোরণের কারণে আগুন লাগার ঘটনা ঘটে। বড় ধরনের বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় ক্লাবটিতে। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তদন্তে নেমেছে দেশটির পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতশবাজির কারণেই নাইটক্লাবটিতে আগুন লেগেছে।