কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক বসতবাড়ি লন্ডভন্ড

কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক বসতবাড়ি লন্ডভন্ড

শেয়ার করুন

Storm

কুড়িগ্রাম প্রতিনিধি।।

কুড়িগ্রামের চিলমারীতে ঝড়ের তাণ্ডবে অন্তত ৬০ পরিবারের বসতবাড়ি, দুটি বিদ্যালয়ের টিনশেড ঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু জমির ভুট্টা ও বোরো ক্ষেত।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খোঁজ নিয়ে যায়, রোববার (৩ এপ্রিল) ফজরের নামাজের পর উপজেলার নয়াহাট ইউনিয়নে হঠাৎ উত্তর দিক থেকে আসা গরম বাতাসের সঙ্গে ঝড় বইতে শুরু করে।

ঝড় ও বাতাসে রবি ঠাকুর, শাহ পরান, পারভেজ, ইনছাফ আলী, শফিকুল, দুলালসহ অন্তত ৬০টি পরিবারের বসতবাড়ি এবং দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ ও চর খেদাইমারী প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘর লন্ডভন্ড হয়।

এ সময় বেশ কিছু ভুট্টা ও বোরো ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। তবে ঝড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।