করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু

করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু

শেয়ার করুন

khulna pic-1

নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা গত ৯৯ দিনের হিসেবে সবচেয়ে কম। এর আগে গত ৭ জুন ৩০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার সাতজনে।

৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩ জন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা যান।‌

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর পাশাপাশি পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারও কমেছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশে, যা ছয় মাসের মধ্যে সবচেয়ে কম। রোগী শনাক্তের হার এর চেয়ে কম ছিল গত ১৩ মার্চ, সেদিন আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিপরীতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ২৬ শতাংশ। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮০৬টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৫৪ শতাংশ।