এসকে সিনহার মামলার রায় ২১ অক্টোবর পর্যন্ত পেছালো

এসকে সিনহার মামলার রায় ২১ অক্টোবর পর্যন্ত পেছালো

শেয়ার করুন

S k Sinha

।। নিজস্ব প্রতিবেদক ।।

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাত মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে ২১ অক্টোবর নির্ধারণ করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম নতুন এ তারিখ নির্ধারণ করেন। এর আগে ১৪ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছিলেন একই আদালত।

২৯ আগস্ট আত্মপক্ষ সমর্থনে সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

তারা হলেন- ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, টাঙ্গাইলের শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা।

আসামিদের মধ্যে মাহবুবুল হক চিশতী কারাগারে রয়েছেন। বাকি ছয়জন আছেন জামিনে।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বর্তমানে বিদেশে রয়েছেন। এই মামলায় পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারান তিনি। দেশের সাবেক কোনো প্রধান বিচারপতি এই প্রথম বিচারের মুখোমুখি হলেন।