ঈদ উপলক্ষে ২৩ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদ উপলক্ষে ২৩ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শেয়ার করুন

Train

নিজস্ব প্রতিবেদক।।

আগামী ২ মে পবিত্র ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। আর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১ মে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার রেল ভবনে এক বৈঠক হয়। সেখানেই অগ্রিম টিকিট বিক্রির এসব তারিখ ঠিক করা হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। তবে এসব বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম আগামী বুধবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

এ জন্য রেলের কর্মকর্তারা টিকিট বিক্রির দিন-তারিখ নিয়ে কথা বলতে রাজি হননি।

বৈঠক সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল ২৭ এপ্রিল যাত্রার টিকিট বিক্রি হবে। ২৪ এপ্রিল বিক্রি হবে ২৮ এপ্রিল যাত্রার টিকিট। ২৫ এপ্রিল পাওয়া যাবে ২৯ এপ্রিলের টিকিট।

২৬ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের যাত্রার টিকিট। শেষ দিন, অর্থাৎ ২৭ এপ্রিল বিক্রি হবে ১ মের টিকিট। এ ছাড়া ৫ মে ঈদের ফিরতি যাত্রা শুরু হবে। ফিরতি যাত্রার অগ্রিম টিকিটি বিক্রি শুরু হবে ১ মে।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম প্রথম আলোকে বলেন, আজ রেলমন্ত্রীর নেতৃত্বে ঈদে অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে বৈঠক হয়েছে। বুধবার মন্ত্রী বৈঠকের সিদ্ধান্ত জানাবেন।