ইভ্যালির বিলাসবহুল গাড়ি ১ কোটি সাড়ে ৮১ লাখ টাকায় নিলামে বিক্রি

ইভ্যালির বিলাসবহুল গাড়ি ১ কোটি সাড়ে ৮১ লাখ টাকায় নিলামে বিক্রি

শেয়ার করুন

Evaly car

নিজস্ব প্রতিবেদক।।

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের ব্যবহার করা বিলাসবহুল ব্যক্তিগত (রেঞ্জ রোভার) ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গাড়িটি নিলামে কিনে নিয়েছেন প্রকৌশলী হাবিবুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে ইভ্যালির কার্যালয়ের পাশের ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রির জন্য খোলা নিলামের আয়োজন করা হয়।

নিলামে মোট সাতটি চালু গাড়ি তোলা হয়েছে। সাতটি গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়ি রেঞ্জ রোভারটি।

গাড়িটির নম্বর: ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮। রেজি. সন জুন ২০২০। রেঞ্জ রোভার। ব্র্যান্ড-ল্যান্ড রোভার। তৈরি সন ২০২০। গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৬০ লাখ টাকা। ন্যূনতম নিলাম মূল্যের প্রায় ২০ লাখ বেশি দামে গাড়িটি বিক্রি হলো।

নিলামে দেখা যায়, প্রথম নিলামে তোলা হয় ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮ (রেঞ্জ রোভার) গাড়িটি। প্রতি ডাকে প্রথমে ঊর্ধ্ব মূল্য ধরা হয় ২০ হাজার টাকা।

পরে তা কর হয় ১ লাখ টাকা। উন্মুক্ত ডাকে গাড়িটির সর্বোচ্চ দরদাতা হন প্রকৌশলী হাবিবুর রহমান (আইডি-০৩৮)। তিনি গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা ডাকে কিনে নেন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হন ৪৯ নম্বর আইডির শেখ শফিউল আলম। তিনি গাড়িটির জন্য ১ কোটি ৮১ লাখ টাকা দর হেঁকেছিলেন।