ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৩৬ বেসামরিক নাগরিক নিহত- জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৩৬ বেসামরিক নাগরিক নিহত- জাতিসংঘ

শেয়ার করুন

UKraine UN

আন্তর্জাতিক ডেস্ক।।

রাশিয়ান সৈন্যদের ভয়াবহ সামরিক হামলায় গত এক সপ্তাহে ইউক্রেনে ১৩ শিশুসহ অন্তত ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া আহত হয়েছেন চার শতাধিক।

জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল বলেন, হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হবে। হতাহতদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক এবং লুহানস্কের ২৫৩ জন রয়েছে। বুধবার এই খবর জানিয়েছে বিবিসি অনলাইন।

এ দিকে বুধবার রাশিয়ান সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থানীয় কাউন্সিলের এক সদস্য বিবিসিকে বলেছেন, খেরসনে ২০০ মানুষ নিহত হয়েছেন। এর বেশিরভাগই বেসামরিক নাগরিক। শহরটিতে প্রায় আড়াই লাখ লোক বাস করেন।

শহরটির মেয়র জাতীয় সরকার এবং সাহায্য সংস্থাগুলোর কাছে খাদ্যপণ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এবং আহতদের স্থানান্তরে সাহায্যের আবেদন করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন।

এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।