আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীতে দু’দলের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীতে দু’দলের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

শেয়ার করুন

Norsingdi

নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কাচারিকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাচারিকান্দি গ্রামের মারফত আলীর ছেলে সাদির মিয়া (২২) ও একই গ্রামের আসাদ মিয়ার ছেলে হিরন (৩৫)।

আহতরা হলেন- রমজান (১৮), মোকলেস (২২), আহিদ মিয়া (৪৩), জজ মিয়া (১৪) শামসুনাহার (৩৪), দানা মিয়া (৬০), আলামিন মিয়া (২০), নাজির (২১), নাজমা (২৪), দানিস মিয়া (২৪), মো. হক মিয়া (৫০)। এরা সবাই কাচারিকান্দি গ্রামের ছোট শাহআলমের সমর্থক। এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় জজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানান, ভোর ৪টার দিকে উপজেলার কাচারিকান্দিতে আধিপত্য বিস্তারের জের ধরে বড় শাহ আলম গ্রুপ ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ছোট শাহ আলম পক্ষের দুই যুবকের মৃত্যু হয়। গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে ৩০ জন। আহতদের রায়পুরা ও ভৈরব উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।