আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

শেয়ার করুন

Pap Punno

বিনোদন ডেস্ক।।

মনপুরার পর গিয়াস উদ্দিন সেলিম- চঞ্চল চৌধুরী আবারও আসছেন একসাথে। দীর্ঘ বিরতির পর রুপালি পর্দায় আফসানা মিমি। আছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদসহ অনেক অভিনয়শিল্পী। এমন নানা চমক নিয়ে আসছে নাম ‘পাপ-পুণ্য’।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় তৈরী হয়েছে এই সিনেমা।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, কানাডা ও আমেরিকার ১১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপপুণ্য’।

এখন পর্যন্ত দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত হয়েছে, ২০ মে পর্যন্ত বাড়তে পারে আরও কিছু প্রেক্ষাগৃহ।

সিনেমাটির প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। একইসঙ্গে এই অনুষ্ঠানে ‘পাপ পুণ্য’ দেখার জন্য বিশ্বের সব বাংলা ভাষাভাষী দর্শকদের প্রতি আহ্বান জানানো হয়।

‘পাপ পুণ্য’ দিয়ে ‘মনপুরা’র পর ফের সেলিমের পরিচালনায় সিনেমায় অভিনয় করলেন চঞ্চল চৌধুরী। সিনেমাটি নিয়ে এই অভিনেতা বলেন, ‘‘পাপপুণ্য’ দেখার পেছনে অনেকগুলো ফ্যাক্টর আছে। এটি গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা, সেই সঙ্গে এতে বেশ কয়েকজন গুণী অভিনেতা রয়েছেন।