অগ্নিকাণ্ডের ঘটনায় নান্দাইলের অবৈধ আতশবাজি কারখানার মালিক গ্রেপ্তার

অগ্নিকাণ্ডের ঘটনায় নান্দাইলের অবৈধ আতশবাজি কারখানার মালিক গ্রেপ্তার

শেয়ার করুন

Nandail

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের নান্দাইলে অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণে ২ নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার মালিক বোরহান উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সিআইডির একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে।

গত ২০ এপ্রিল ভোরে নান্দাইলের চণ্ডিপাশা এলাকায় ওই কারখানায় আতশবাজি তৈরির সময় বারুদ ও রাসায়নিক দ্রব্য হঠাৎ বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক নাছিমা আক্তার (৩০) ও আফিয়া খাতুন (৪৫)।

পরদিন কারখানার মালিক বোরহান উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এবং হত্যা মামলা করা হয়।