হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খোকন মিয়া (২৫) ও মো. জলফু মিয়া (৪৫)। খোকন মিয়া উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লেচু মিয়ার ছেলে। পেশায় তিনি মাছ ব্যবসায়ী। অপরদিকে জলফু মিয়া চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তবারক উল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটগামী একটি কাভার্ডভ্যান ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলে খোকন মিয়া মারা যান। পরে সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জলফু মিয়া মারা যান।