লক্ষ্মীপুরে শহীদদের স্মরণে ৩০ হাজার বৃক্ষ রোপণ

লক্ষ্মীপুরে শহীদদের স্মরণে ৩০ হাজার বৃক্ষ রোপণ

শেয়ার করুন

Capture
লক্ষ্মীপুর প্রতিনিধি :

মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে একযোগে ৩০ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বৃক্ষ রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, নোয়াখালী উপকূলীয় বন বিভাগ লক্ষ্মীপুর এর সহকারি বন সংরক্ষক মো. শফিক উল্যা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিৎ কুমার চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বেলাল হোসেন খান, জেলা তথ্য অফিসার সিরাজুল হক মল্লিক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ।

জানা যায়, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ্য শহীদের স্মরণে একযোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচী গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষে জেলার সদর উপজেলায় ১০ হাজার, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগরে ৫ হাজার করে সর্বমোট ৩০ হাজার বৃক্ষ রোপণের ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় বন বিভাগ। যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ দিন রোপণ করা হয়।