যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যকে হুমকিতে ফেলবে জলবায়ু পরিবর্তন

যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যকে হুমকিতে ফেলবে জলবায়ু পরিবর্তন

শেয়ার করুন

_104468380_mediaitem104468379বিশ্বসংবাদ ডেস্ক :

জলবায়ু পরিবর্তনের বিষয়টি যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের আর্থিক ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্য ও জীবনমানকে হুমকিতে ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে নতুন এক সরকারি প্রতিবেদনে।

শুক্রবার প্রকাশিত চতুর্থ ন্যাশনাল ক্লাইমেট অ্যাসেসমেন্ট প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক হারে কার্বন নিঃসরণ অব্যাহত থাকলে, চলতি শতাব্দীর শেষ নাগাদ কয়েকটি অর্থনৈতিক খাতে বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে শত শত কোটি মার্কিন ডলার। এই ক্ষতির পরিমাণ বহু রাজ্যের জিডিপির চেয়েও বেশি হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব এরইমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। দেশটিতে মাঝে মাঝে দেখা দেয়া তীব্র শীত ও দাবানলের ঘটনাই জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই ইঙ্গিত করে। প্রতিবেদনে বিপর্যয় এড়ানোর পরামর্শ হিসেবে বলা হয়েছে, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর জন্য কাজ করলে এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে জনগন মানিয়ে চলতে পারলে, ক্ষতির পরিমান কমানো যাবে।

তবে জলবায়ু পরিবর্তনের ভবিষ্যত ঝুঁকি নির্ভর করবে, বর্তমানের নেওয়া সিদ্ধান্তের ওপর। বিবিসি বলছে, জীবাশ্ম জ্বালানি ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতভেদ তৈরি করবে এই প্রতিবেদনের সতর্কতা।