মেঘনার ভাঙনে বিপর্যয়ে ভোলাবাসী

মেঘনার ভাঙনে বিপর্যয়ে ভোলাবাসী

শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:

ভোলা জেলায় প্রতিদিনই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, জনপদ, হাটবাজার। নদী ভাঙনের কারণে ইলিশা থেকে ৩৫ কিলোমিটার বাড়তি দূরত্বের ভেদুরিয়াতে ভোলা-লক্ষীপুর রুটের ফেরি স্থানান্তর করতে হয়েছে।

ঝড়-জ্বলোচ্ছাস ও নদী ভাঙ্গনের তাণ্ডবকে নিয়তি হিসেবে মেনে নিয়েছেন ভোলাবাসী । প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবনযুদ্ধে টিকে আছেন তারা। ভোলা সদর উপজেলার ইলিশা এলাকায় নদীর তীব্র ভাঙন চলছে। গত এক সপ্তাহে মেঘনায় বিলীন হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট।

bhola_pic-1

পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ভর্তি বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।

অন্যদিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠিরমাথার বাসিন্দারা পড়েছেন বিপদে। জোয়ারের সময় রাস্তা ও দোকানে দিনে দু’বার পানি উঠে যাওয়ায় ইলিশ বেচাকেনায়ও ভোগান্তিতে পড়েছে জেলেরা। নদী থেকে ইলিশ ধরে বিক্রির জন্য নদী তীরবর্তী ইলিশা জংশং বাজার, কাঠিরমাথাসহ এসব এলাকা সবার কাছে পরিচিত।

তাই নদী ভাঙ্গন থেকে এলাকাটিকে রক্ষায় টেকসই প্রকল্প ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।