ভারতে বায়ু দূষণে ১২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু

ভারতে বায়ু দূষণে ১২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু

শেয়ার করুন

10402214-3x2-700x467বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতে ২০১৭ সালে বায়ু দূষণের শিকার হয়ে প্রায় ১২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। পরিবেশ বিষয়ক জার্নাল ল্যানচেট প্লানেটারি হেলথ-এ বৃহস্পতিবার প্রকাশিতেএক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়।

জরিপে বলা হয়েছে, ওই বছরে মারা যাওয়া মোট মানুষের মধ্যে ১২ দশমিক ৫ শতাংশের মৃত্যুর কারণ বায়ু দূষণ। দূষিত বাতাসের কারণে মারা যাওয়া ৫১ শতাংশ মানুষের বয়স ৭০ বছরের নিচে। দূষণের কারণে ভারতীয়দের প্রত্যাশিত গড় আয়ু চার বছরেরও বেশি কমে যাচ্ছে বলে ওই জরিপে উল্লেখ করা হয়।

জরিপে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির বাতাসে পিএম ২ দশমিক ৫ নামে পরিচিত ক্ষুদ্র কণার উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। এই কণা ফুসফুসের অভ্যন্তরে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। ল্যানচেট প্লানেটারি হেলথ জার্নালে প্রকাশ হওয়া জরিপ পরিচালনা করেছেন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবীদ এবং বিজ্ঞানীরা।

ভারত সরকার এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এর পাশাপাশি বিল অ্যান্ড মিলিন্ড গেটস ফাউন্ডেশনও এতে অর্থায়ন করেছে।