বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধির নতুন রেকর্ড

বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস বৃদ্ধির নতুন রেকর্ড

শেয়ার করুন

image_largeবিশ্বসংবাদ ডেস্ক :

বায়ুমণ্ডলে জমা হওয়া গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ গত ৫ মিলিয়ন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার জাতিসংঘের আবহাওয়া সংস্থা- ডব্লিউএমও এর বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

১৯৯০ সাল থেকে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাসের উপস্থিতির হিসেব রাখছে- ডব্লিউএমও। তাদের হিসেব অনুযায়ী, ৯০’র দশকের তুলনায় জলবায়ুতে গ্যাসের প্রভাব বৃদ্ধি পেয়েছে ৪১ শতাংশ। ডব্লিউএমও এর মহাসচিব পেটারি টালাস বলেন, জলবায়ু পরিবর্তন ক্রমবর্ধিত হারে বিধ্বংসী ও ক্ষতিকর প্রভাব ফেলছে পৃথিবীর জীব-বৈচ্যিত্রে।

এছাড়া বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমণের হার দ্রুত বেড়ে যাওয়ার কারণে, জলবায়ু পরিবর্তনে উদ্যোগ নেওয়ার সুযোগও  কমে এসেছে। পোল্যান্ডে আগামী ২ ডিসেম্বরে শুরু হতে যাওয়া কোপ-ফোরটিনে ডব্লিউএমও এর বার্ষিক প্রতিবেদন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ওই সম্মেলনে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড নির্গমণের হার ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার বিষয়ে ঐক্যমত্যে পৌছানোর চেষ্টা করবেন বিশ্বনেতারা।