নড়াইল শহরের শোভাবর্ধন করছে বৃক্ষপ্রেমি দুই বন্ধুর লাগানো গাছ

নড়াইল শহরের শোভাবর্ধন করছে বৃক্ষপ্রেমি দুই বন্ধুর লাগানো গাছ

শেয়ার করুন

narail tree
।। কার্ত্তিক দাস,নড়াইল ।।
খন্দকার আল মুনছুর বিল্লাহ(৪৩) ও মুন্সি কামরুজ্জামান বুলবুল(৪২) দুই বন্ধু। মুনছুর বিল্লাহ প্রয়াত বীর
মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কাশেম তারিক বিল্লাহর মেঝ ছেলে ও নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর এবং
বুলবুল অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সি অব্দুল মান্নানের ছেলে ও সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। ১৩ বছর ধরে দুই বন্ধু শহরের বিভিন্ন রাস্তার দুই পাশে নিজ উদ্যোগে
ফলজ, বনজ এবং ওষুধি গাছ লাগিয়ে দেখভাল করেছেন। সেই গাছে এখন নানা জাতের ফল ধরেছে। ওষুধি গাছ
থেকে এলাকার মানুষ নানা রোগের উপকারিতা পাচ্ছেন। এমন বৃক্ষপ্রেমি দুজন মানুষের এই উদ্যোগকে এলাকার
সচেতন মহল সা্ধুবাদ জানালেও বন বিভাগের কর্মকর্তারা এ খবর রাখেন না।
মহিষখোলা গ্রামের কৌশুলী মুক্তিযোদ্ধা এস,এ মতিন বলেন,প্রতিদিন ভোরে দুই বন্ধু হাতে শাবল আর দা
নিয়ে বের হতো। শহরের অলিগলি রাস্তার দুই পাশে গর্ত খুড়ে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতো। শিশু গাছটি যাতে
হেলে না পরে এবং গরু ছাগলে নষ্ট না করে সেজন্য তারা বাশের খাচা এবং লাঠি মাটিতে পুতে তার সঙ্গে বেধে
দিত। লাগানো গাছে প্রতি সপ্তাহে পানি দিত। শহর জুড়ে তাদের লাগানো পরিবেশবান্ধব এই বৃক্ষের চারা লাগানো
থেকে শুরু করে পরিচর্যা পর্য়ন্ত সব কৃতিত্ব ওই দুটি ছেলের। তিনি বলেন,পরিবেশের ক্ষতি হয় এমন কোন
বৃক্ষ তারা রোপন করেনি। গাছগুলো বড় হলে পলিথিন দিয়ে মুড়ে দিত। তাদের নিজেদের অর্থে কেনা এবং লাগালো
এই বৃক্ষ এখন শহরের শোভা বর্ধন করছে। গাছে ধরা ফলগুলো প্রতিবেশিসহ পথচারিরা খাচ্ছেন।
কেন এই উদ্যোগ জানতে চাইলে স্কুল শিক্ষক মুন্সি কামরুজ্জামান বুলবুল বলেন,ভালো লাগার জায়গা থেকে দুই
বন্ধুর এই উদ্যোগ। ফাকা রাস্তা পেয়ে রাস্তার দুই পাশে গাছগুলো লাগিয়েছি। তাতে মনে হয় সাধারণ জনগণের
উপকার হয়েছে। ক্লান্ত পথিক বৃক্ষের নিচে আশ্রয় নেবে,গাছে গাছে বিভিন্ন জাতের পাখিরা বসবে,ফল খাবে,
সাধারণ মানুষও ফল পেড়ে খাবে এ ধরণের স্বপ্ন নিয়ে রাস্তার দুই পাশের ফাকা জায়গায় বিভিন্ন জাতের গাছ
লাগানো হয়েছে। তিনি বলেন, দুই হাজার গাছ লাগানো হয়েছিল। বেঁচেছে ৩০০ গাছ।

narail-treeখন্দকার মুনছুর বিল্লাহ বলেন,শুধু আমরা দুই বন্ধু মিলে গাছ লাগাইনি। আমাদের সঙ্গে উন্মুক্ত বিশ্ব
বিদ্যালয় নড়াইল আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম সঙ্গে ছিলেন। নজরুল ভাই
আমাদের সঙ্গে ৭ বছর কাজ করেছেন। চাকুরিজনিত কারণে তিনি অন্যত্র বদলি হয়েছেন। তিনি বলেন,আমাদের
গাছ লাগানোর অভিজ্ঞতা না থাকায় প্রধম দিকে লাগানো অনেক গাছ মরে গেছে। সেই গর্তে নতুন করে গাছ
লাগানো হয়েছে। তিনি বলেন,এলাকার সচেতন মহল এবং প্রতিবেশিরা নিজেদের বাড়ির সামনে গাছ লাগাতে
পারেন। কিন্ত তা করেন না। রাস্তার দুই পাশে আমাদের লাগানো গাছগুলো এখন শহরের শোভা বর্ধন করছে এবং
পথচারিসহ প্রতিবেশিরা উপকৃত হচ্ছেন এতেই আমরা খুশি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন নড়াইল জেলা শাখার আহবায়ক খন্দকার শওকত বলেন,পরিবেশের ভারসাম্য
রক্ষার্থে মুনছুর বিল্লাহ এবং স্কুল শিক্ষক বুলবুল যে কাজটি করেছেন তার তুলনা হয়না। তাদের অর্থ এবং
শ্রম সমাজ উপকৃত হচ্ছে। পথচারিসহ এলাকার মানুষ ও পশু পাখি উপকৃত হচ্ছেন। নিঃস্বার্থ এই দুটি ছেলেকে
তিনি বাপার পক্ষ থেকে সাধুবাদ জানান।
নিজ উদ্যোগে দুটি ছেলে এলাকার বিভিন্ন রাস্তার দুই পাশে নানা জাতের বৃক্ষ রোপন করেছেন এ খবর বন
বিভাগের কর্মকর্তারা জানেনা। জানতে চাইলে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুর রশিদ
বলেন,বিষয়টি আমাদের জানা নেই। তবে খোজ খবর নিয়ে দেখবো। তিনি বলেন,তারা যদি আমাদের কাছে গাছের
চারা নিতে চায় আমরা বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখবো। কারণ তারা নিঃস্বার্থভাবে পরিবেশের ভারসাম্য
রক্ষার কাজ করে যাচ্ছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এটিএন টাইমসকে বলেন,বিষয়টি জানা নেই। তবে এমন বৃক্ষ
প্রেমিদের প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া যেতে পারে। এর পর থেকে তাদের লাগানো
গাছগুলো সংরক্ষণের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে। বন বিভাগ থেকে তাদের
সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।