নিজেদের অস্তিত্বের জন্যই আরো গ্রিন কারখানা দরকার

নিজেদের অস্তিত্বের জন্যই আরো গ্রিন কারখানা দরকার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

আগামীতে নিজেদের অস্তিত্বের জন্যই আরো গ্রীন কারখানা দরকার বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন। এ ব্যাপারে এনবিআরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন তিনি।

সকালে জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি এবং দ্যা এশিয়া ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশে সবুজ ব্যবসা বাণিজ্য সম্প্রসারনে বেসরকারিখাতের ভুমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মুল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ড.এম আবু ইউসুফ।

তিনি বলেন পরিবেশের দুষণ করে উন্নয়ন প্রবৃদ্ধি টেকসই হবে না। শুধূ গার্মেন্টস নয় সব সেক্টরে গ্রীন ফ্যাক্টরি নিশ্চিত করতে হবে। বেসরকারি খাতের উদ্যোক্তারা এজন্য সরকারের নীতি সহায়তা এবং বাংলাদেশ ব্যাঙকের বড় অঙকের তহবিল সহযোগিতা চান।