চলতি মাসেই হাওড় অঞ্চলে ভারী বর্ষণসহ আকস্মিক বন্যার আশঙ্কা

চলতি মাসেই হাওড় অঞ্চলে ভারী বর্ষণসহ আকস্মিক বন্যার আশঙ্কা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

চলতি ৪ থেকে ৭ মের মধ্যে হাওর অঞ্চলে ভারী বর্ষণসহ, আকস্মিক বন্যার আশংকা করছে সরকার। আগাম প্রস্তুতিও নিয়েছে সরকার। মঙ্গলবার সাম্প্রতিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ব্রিফিংএ মন্ত্রী জানান, গত বছর বজ্রপাতে মোট ৩শ’ জন প্রাণ হারান। আর চলতি বছরের মার্চ ও এপ্রিল এ দুই মাসে বজ্রাঘাতে দেশে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রাঘাতে এপ্রিল মাসে ৫৮ জনের ও মার্চ মাসে ১২ জন মৃত্যু হয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল এ দুই দিনে মারা গেছে ২৯।

বজ্রপাত শনাক্তে, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, পঞ্চগড়, নওগাঁ, খুলনা, পটুয়াখালী ও চট্টগ্রাম এই ৮ জেলায় বসানো হয়েছে বিশেষ যন্ত্রের।