ঘুষিতে কুপোকাত ভালুক

ঘুষিতে কুপোকাত ভালুক

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কানাডায় কালো ভালুকের আকস্মিক আক্রমণ থেকে রেহাই পান এক ব্যক্তি। মুষ্টিযুদ্ধের শিক্ষাই তাকে বাঁচিয়ে দিয়েছে।

বিবিসি বলছে, অন্টারিওর রিক নেলসন নামের ৬১ বছর বয়সী ওই ব্যক্তি নিজের পালিত কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। এমন সময় ভালুকের একটি বাচ্চা তাদের সামনে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মা ভালুক জঙ্গল থেকে বেরিয়ে এসে তাকে আক্রমণ করে বসে।

খালি হাতেই নেলসন ওই মা ভালুকের সঙ্গে লড়াই চালান। তিনি ওই ভালুকের মুখে এবং বুকে মুষ্টির মাঝারি আঘাত করেন। আর তাতেই ভালুকটির হামলা থেকে তিনি রক্ষা পান।

কানাডার বন মন্ত্রণালয় বলছে, কালো ভালুকের হামলা বিরল ঘটনা।

নেলসন জানান, তার কাছ থেকে বেশ কয়েকটি ঘুষি খাওয়ার পর ভালুকটি লড়াইয়ে ভঙ্গ দিয়ে রক্তাক্ত নাক নিয়ে জঙ্গলে ফিরে যায়।

পাল্টা হামলা চালানো নেলসন কানাডার গণমাধ্যমকে বলেছেন, তিনি চান না মানুষেরা কালো ভালুককে ভয় পাক।

অন্টারিওর কর্তৃপক্ষ জানিয়েছে, কালো ভালুক সাধারণত মানুষকে এড়িয়ে চলে।