ক্রমাগত বায়ু দূষণ মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস করে

ক্রমাগত বায়ু দূষণ মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস করে

শেয়ার করুন

air-pollutionনিজস্ব প্রতিবেদক :

ক্রমাগত বায়ু দূষণ মস্তিষ্কের কর্মক্ষমতা কমিয়ে দেয়। এক গবেষণায় এরকমই তথ্য উঠে এসেছে। ২০ বছরের বেশি সময় ধরে চীনের ২০ হাজার মানুষের উপর সমীক্ষা চালায় যুক্তরাষ্ট্র ও চীনের গবেষকরা।

মানুষের অংক ও নানা মৌখিক দক্ষতার উপর পরীক্ষা চালিয়ে এই গবেষণাপত্র তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়, মস্তিষ্কের এই কর্মক্ষমতা কমে যাওয়ার বিষয়টি বয়সের সাথে সাথে আরও বাড়তে থাকে। প্রতিবেদনটি আরো বলছে, সারা বিশ্বে নগরে বসবাসকারী ৮০ ভাগ মানুষই এর শিকার।

বায়ু দূষণের আরো নানা কুফলের মধ্যে রয়েছে অকালমৃত্যু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বিশ্বে প্রতিবছর ৭ মিলিয়ন মানুষের অকাল মৃত্যু হয় বায়ু দূষণের কারণে ভোগা নানা রোগবালাইয়ে। এছাড়া আলঝেইমার বার স্মৃতিভংসের মতো রোগের প্রকোপ বাড়ায়।