ইউরোপজুড়ে দাবদাহ, স্পেনের বনাঞ্চলে দাবানল

ইউরোপজুড়ে দাবদাহ, স্পেনের বনাঞ্চলে দাবানল

শেয়ার করুন

QXNRAW55YNBWJANOVDY6RUMSNU
বিশ্বসংবাদ ডেস্ক :

ইউরোপজুড়ে তীব্র দাবদাহ দেখা দিয়েছে। এর প্রভাবে স্পেনের কাতালোনিয়ার বনাঞ্চলে দাবানলের সৃষ্টি হয়েছে। আগুন থেকে বনাঞ্চলকে রক্ষা করতে, কাজ করে যাচ্ছেন বন বিভাগ ও দমকল কর্মীরা।

স্পেনের বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বনভুমিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এ জন্য সতর্কতা জারি করা হয়েছে। দুই দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দাবানলে রূপ নিতে পারে। এদিকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। মহাদেশটির বেশিরভাগ দেশেই দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে ও পরিবেশ শীতল রাখতে স্থানীয় কর্তৃপক্ষগুলো বিভিন্ন পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার ফ্রান্স ও সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর আফ্রিকা থেকে ধেয়ে আসা অত্যন্ত গরম বাতাসের কারণেই ইউরোপে এ ধরনের অস্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে। আগামী সপ্তাহের শুরুর দিকে এই তাপমাত্রা আরও বাড়তে পারে।