আমাজনে অগ্নিকাণ্ড: বনভূমি রক্ষায় ৭ দেশের চুক্তি

আমাজনে অগ্নিকাণ্ড: বনভূমি রক্ষায় ৭ দেশের চুক্তি

শেয়ার করুন

A fire burns along the road to Jacunda National Forest, near the city of Porto Velho in the Vila Nova Samuel region which is part of Brazil's Amazon, Monday, Aug. 26, 2019. The Group of Seven nations on Monday pledged tens of millions of dollars to help Amazon countries fight raging wildfires, even as Brazilian President Jair Bolsonaro accused rich countries of treating the region like a “colony.” (AP Photo/Eraldo Peres)

বিশ্বসংবাদ ডেস্ক :

বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই আমাজন নদীর অববাহিকা সুরক্ষায় ব্যবস্থা নিতে সম্মত হয়েছে দক্ষিণ আমেরিকার ৭টি দেশ।

কলম্বিয়ার ল্যাটিসিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে, বনভূমি রক্ষায় নেটওয়ার্কিং ও উপগ্রহ পর্যবেক্ষণের বিষয়ে একটি চুক্তিতে সাক্ষর করেছে বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, একুয়েডর, গায়ানা, পেরু ও সুরিনাম। সম্মেলনে পুনঃবনায়নে একযোগে কাজ করার বিষয়েও সম্মত হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। চলতি বছর আমাজনে ৮০ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনার পর, বন সংলগ্ন দক্ষিণ আমেরিকার দেশগুলো এ সম্মেলনে বসে। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে বলেছেন, এ বৈঠক বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদ আমাজন নিয়ে বিভিন্ন দেশের সরকার প্রধানের মধ্যে সমন্বয় সাধনের ব্যবস্থা করবে। সম্মেলনে বেশিরভাগ দেশের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট ও গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত থাকলেও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো ছিলেন না; পরে তিনি ভিডিও লিংকের মাধ্যমে সংযুক্ত হন।