শততম পর্বে মেগা ধারাবাহিক “স্মৃতির আল্পনা আঁকি”

শততম পর্বে মেগা ধারাবাহিক “স্মৃতির আল্পনা আঁকি”

শেয়ার করুন

SRITIR ALPONA AKI_5
এটিএন বাংলায় রবি থেকে বৃহ¯পতিবার রাত ৯.২০ মিনিটে প্রচার হচ্ছে মেগা ধারাবাহিক “স্মৃতির আল্পনা আঁকি”। আজ প্রচার হবে নাটকটির ১০০তম পর্ব। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাটকটির সংলাপ ও নাট্যরুপ দিয়েছন মাসুদুল হাসান শাওন এবং পর্ব পরিচালক হিসেবে আছেন রিন্টু পারভেজ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জে এস হিমি, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, ওয়াহিদা মল্লিক জলি, খালেকুজ্জামান, তাসফি, মাহি, অবাক রিয়াদ, কোহিনুর আলম, তাজিন আহমেদ, মারুফ রহমান, ম আ সালাম, তন্দ্রা শ্রাবণ, পাভেল ইসলাম, কানিজ ফাতেমা কাষেম, হারুনুর রশীদসহ আরো অনেকে।

নাটকের কাহিনী আবর্তিত হয়েছে এভাবেÑ শেষ পর্যন্ত এক মুসলিম যুবক কবিরকে (শিপন) ভালোবেসে পালিয়ে যায় আল্পনা (হিমি)। সেই শোকে আল্পনার বাবা অখিল ব্যাপারী (খালেকুজ্জামান) হার্ট অ্যাটাকে মারা যায়। গল্প মোড় নেয় নতুন মাত্রায়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করে আরমান (নিলয়)। একদিন তার ক্যামেরায় ধরা পড়ে নতুন এক মানুষ। তার নাম বিনা (তাসফি)। আল্পনার পর আরমানের জীবনে নতুন নারীর পরিচয় পর্বটা খুব একটা সুখের ছিল না। কিন্তু পরে তাদের দুজনার সর্ম্পক ধীরে ধীরে পরিনয়ের দিকে এগুতে থাকে। কিন্তু আরমানকে ভালোবেসে ফেলে তার সহপাঠী সাথী। এটা নিয়ে শুরু হয় নতুন ঝামেলা। আরমানের সাথে প্রীতম এবং সোহেল এর সাথে এই প্রেম নিয়ে সংঘাত চলতে থাকে। বিনার বড় বোন রিনা (চুমকি) কোনভাবে আরমান আর বিনার সম্পর্ক মেনে নিতে পারে না। শুরু হয় নতুন জটিলতা। এভাবেই এগিয়ে চলতে থাকে মেগা ধারাবাহিক “স্মৃতির আল্পনা আঁকি” এর গল্প।