৭০তম এমি অ্যাওয়ার্ডে ব্রিটিশ শিল্পীদের আধিপত্য

৭০তম এমি অ্যাওয়ার্ডে ব্রিটিশ শিল্পীদের আধিপত্য

শেয়ার করুন

emmy-winners-2018-emmysবিনোদন ডেস্ক :

৭০তম এমি অ্যাওয়ার্ডসের এবারের আসরে সেরা ড্রামার পুরস্কার গেছে বিশ্বব্যাপী জনপ্রিয় সিরিয়াল গেম অব থ্রোনস-এর ঘরে। ৯টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে গেম অব থ্রোনস।
45533165_303এবার এমি অ্যাওয়ার্ডের আসর মাতিয়েছেন ব্রিটিশ শিল্পী ক্লেয়ার ফয়, থান্ডি নিউটন এবং চার্লি ব্রুকার। ড্রামা সিরিজ কুইন এলিজাবেথ টু’তে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ক্লেয়ার ফয়। ওয়েস্ট ওয়ার্ল্ড ড্রামা সিরিজে দারুণ অভিনয় করে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার গেছে থান্ডি নিউটনের হাতে। আর সেরা গল্প লেখকের পুরস্কার পেয়েছেন চার্লি ব্রুকার।

দারুণ দ্য অ্যামেরিকানস ড্রামা সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন ম্যাথিউ রেইস। গেম অব থ্রোনসের জনপ্রিয় অভিনেতা পিটার ডিঙ্কলেজ পেয়েছেন সেরা কমেডি অভিনয়ের পুরস্কার। তবে খালি হাতে ফিরতে হয়েছে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা, আটলান্টা এবং দ্যা হ্যান্ডমেইডস টেইল ড্রামা দুটি।