সুইসাইড স্কোয়াড: মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন কারা

সুইসাইড স্কোয়াড: মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন কারা

শেয়ার করুন

আবদুল হান্নান ফারুক:

হলিউডে ৫ আগস্ট মুক্তি পেয়েছে নির্মাতা ডেবিড আয়ারের সুইসাইড স্কোয়াড। এরই মধ্যে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি।

Suicide-Squad-Enchantress-Cara-Delevingne-640x343
সুপাার ভিলেন এনচানট্রেস চরিত্রে সুপার মডেল কারা

ব্রিটিশ সুপার মডেল কারা ডেলিবিংলি সিনেমাটিতে সুপার ভিলেন এনচানট্রেস চরিত্রে অভিনয় করেছেন।

দ্যা সান পত্রিকায় ইন্টারভিউতে কারা বলেন, শুটিংয়ের সময় মানসিক ভাবে পুরোপুরি ভেঙ্গে পড়েছিলাম। প্রেতাত্মা হয়ে একে একে যখন আমি বীভৎস সব পন্থায় মানুষ খুন করতে থাকি, মনে হয়েছিলো সত্যি সত্যিই নিরপরাধ মানুষকে খুন করছি।

এনচানট্রেস নামের অতিমানবীয় চরিত্রটি ৬ হাজার বছর আগে জন্ম নিয়েছিলো। চরিত্রটি নিয়ে কারা আরও বলেন, আমি দীর্ঘ সময় ধরে দৃশ্যপটগুলো অন্ধকারে কল্পনা করেছি। যেমন মানুষের দেহ টুকরো হয়ে যাওয়া কিংবা আমার সামনে তাদের চামড়া পরিবর্তন অথবা তাদের দেহ বিস্ফোরণ। এগুলো নিয়ে কাজ করেছি আমার ভাবনার জগতে।

একটি দৃশ্যে এক ব্যক্তি মদের দোকানের সামনে শসা কাটতে কাটতে বেপারোয়া ভাবে তার হাতগুলো কেটে ফেলছে। দৃশ্যটি দেখে আমি প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। আমার মনেই থাকতো না যে এখানকার সবকিছুই অভিনয়, যোগ করেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী।

কারা ২০১৫ সালে ‘পেন’ ছবিতে মৎস কন্যার চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন।

সূত্র: এনডিটিভি