বিজয় দিবসের নাটক ‘মুক্তি’

বিজয় দিবসের নাটক ‘মুক্তি’

শেয়ার করুন

DRAMA MUKTI_POSTER_1
এটিএন বাংলায় মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮.৪৫ মিনিটে প্রচার হবে নাটক ‘মুক্তি’। মাসুম শাহরীয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শফিউল আলম বাবু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নিশাত প্রিয়ম, নাইরুজ সিফাত, সাইফ মাহমুদ, শফিউল আলম বাবু, ঈশরাক আফ্রিদ অন্তিক, মনিরুজ্জামান জুলহাস, আফরোজা আনিকা প্রমুখ।

DRAMA MUKTI
নাটকের গল্প আবর্তিত হয়েছে এভাবেÑ প্রায় ৫০ বছর আগে স্বাধীনতার জন্য লড়াই করে বাঙালি পেয়েছিল একটি লাল সবুজ পতাকা। যার রূপকার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আজও সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে স্বাধীনতার পরাজিত শক্তি। আজও আমাদের মুক্তির লড়াই থেমে থাকেনি। একটি গ্রামে সিনেমার শুটিং চলছে। জনপ্রিয় অভিনেত্রী মেঘনা বীরঙ্গনা শিউলির চরিত্রে অভিনয় করছে। বারবারই দৃশ্য কাট হচ্ছে। মেঘনার দেখাশোনা করে শিউলি নামের একটি মেয়ে, যার উপর দিনের পর দিন অত্যাচার করেছে গ্রামের মহাজন। শিউলির অত্যাচারের কাহিনী শোনার পর ছবির নায়িকা শেফালী পরদিন দৃশ্যটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে। এরপর নায়িকা শেফালী ইউনিটের সবাইকে নিয়ে গ্রামের মহাজনের জন্য ফাঁদ পাতে আর সেই ফাঁদে ধরা পড়ে মহাজন। তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।