নিউইয়র্কে অনুষ্ঠিত হলো কার্টুন প্রদর্শনী ‘কার্টুন আনবক্স’

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো কার্টুন প্রদর্শনী ‘কার্টুন আনবক্স’

শেয়ার করুন

Newyork

।। নিউইয়র্ক প্রতিনিধি ।।

নিউইয়র্কে শেষ হলো প্রবাসী শিল্পী টিপু আলম-এর দু’দিনব্যাপী একক কার্টুন প্রদর্শনী ‘কার্টুন আনবক্স’। স্থানীয় সময় শনি ও রবিবার জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটের প্রিমাভেরা গ্যালারিতে  প্রদর্শনী চলে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।

টিপু আলমের কার্টুনের বিষয় বরাবরই বাংলাদেশ ও বাঙালি আর এবার যোগ হয়েছে আমেরিকা ও বিশ্ব রাজনীতি । এটি তার দ্বিতীয় এবং নিউইয়র্কে প্রথম কার্টুন প্রদর্শনী । শিল্পীর প্রায় ৫০ টি কার্টুনে  ফুটে উঠেছে প্রবাসী বাংলাদেশীদের  নিত্য দিনের চালচিত্র। সমাজের অসংগতি , রাজনীতির মারপ্যাচ আর পারিবারিক  মতানৈক্য , সবেই যেন নতুন ভাবে হাস্যরসের মাঝে জীবন ফিরে পেয়েছে টিপুর কার্টুনে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন মতলুব আলী।  দু’দিনব্যাপী এই প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন নিউইয়র্কের বিশিষ্টজনেরা।